কালীগঞ্জে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু


স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে সূর্য্য রানী (৪৫) নামের এক গৃহবধু সাপের কামড়ে মারা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার সময় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। নিহত সূর্য্য রানী উপজেলার হরদেবপুর দাসপাড়া গ্রামের কাশিনাথ দাসের স্ত্রী। তাদের দুটি সস্তান আছে।
নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার সময় ঘুমন্ত অবস্থায় সূর্য্য রানীকে সাপে কামড় দেয়। এসময় পরিবারের লোকজন তাকে কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের জনৈক ওজার বাড়িতে নিয়ে যায়। পরে ঐখান থেকে শুক্রবার সকালে চাঁচড়ায় আরেক ওজার বাড়িতে নেবার পথে তিনি মারা যান।

No comments

Powered by Blogger.