কালীগঞ্জে দুই রাতে ৫ লক্ষ টাকা মূল্যের ৮টি গরু চুরি॥ কৃষকরা আতংকিত
স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে দুই রাতে ৩ কৃষকের ৫ লক্ষাধিক টাকার ৮টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। গত বুধবার ও বৃহস্পতিবার রাতে উপজেলা খদ্দ রায়গ্রাম, দুলাল মুন্দিয়া ও বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
খদ্দ রায়গ্রামের দিলিপ সেন জানান, বৃহস্পতিবার রাতে তার গোয়াল ঘরের তালা ভেঙ্গে ২টা গরু চুরি করে নেয় চোরেরা। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। তিনি আরো জানান,একই রাতে পার্শ্ববর্তী দুলাল মুন্দিয়া গ্রামের রহিমের আরো ২টি গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। এছাড়া গত বুধবার রাতে বুজিডাঙ্গা গ্রামের নূর নবীর গোয়াল ঘরের তালা ভেঙ্গে একই ভাবে ৪টি গরু চুরি হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা। এই নিয়ে গত দুই দিনে প্রায় ৫ লক্ষাধিক টাকার ৮টি গরু চুরি হয়েছে। বর্তমানে এই এলাকায় গরু চুরির আতংক বিরাজ করছে।
চুরির বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, গরু চুরির বিষয়ে এখনো কেহ কোন অভিযোগ দেননি। অভিযোগ দিলে তদন্তকরে ব্যবস্থা নিব।
No comments