ঝিনাইদহের কালীগঞ্জের কোলা ইউনিয়ানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
এনামুল হক সিদ্দীক -
দলীয় নেতা কর্মীদের নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ানের চেয়ারম্যান আয়ুব হোসেন ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযান শুরু করলেন । গত রবিবার সকাল ১০ টায় রামচন্দ্র পুর একটি রাস্তায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় এই পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযানের উদ্ধোধন করেন। সড়কের দু’ধারের জঙ্গল পরিস্কার করেন দলের নেতা কর্মীদেরনিয়ে। এ সময় স্থানিয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এনামুল হক সিদ্দীক,সাংবাদিক নিরব হোসেন, মনোয়ার হোসেন বাতশা,ইসহাক আলী বিশ্বাস,খোর্শেদ আলম,জাকিরুল ইসলাম ও বাতশা আলম মোল্লা প্রমুখ ।
No comments