কালীগঞ্জে মরহুম এরশাদের চেহলাম অনুষ্টিত

স্টাফ রিপোর্টার-
বাংলাদেশ জাতীয় পাটির সাবেক চেয়ারম্যান ও সাবেক সফল রাষ্ট্র নায়ক মরহুম এরশাদের চেহলাম অনুষ্টিত হয়েছে। এই উপলক্ষে শনিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ফয়লা রোডস্থ ডাবলু মার্কেটে জাতীয় পাটির অস্থায়ীয় কার্যালয়ে কোরানখানি, আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্টিত হয়। উপজেলা জাতীয় পাটির সহ-সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি জহর আলী মাষ্টার, খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এনামুল হক সিদ্দিক, পৌর জাতীয় পাটির সভাপতি বাবলুর রহমান, উপজেলা যুব সংহতির সভাপতি ইউনুচ আলী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান উজির, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী, সুলতান রাজা জুয়েল, খাইরুল ইসলাম প্রমূখ। এসময় জাতীয় পাটি, কৃষক পাটি, সেচ্ছাসেবক পাটিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্টানটি পরিচালনা করেন, মীর আরিফুল ইসলাম বাকু। অনুষ্টান শেষে দোয়ার মহাফিল অনুষ্টিত হয়। দোয়া পরিচালনা পাইকপাড়া জামে মসজিদের খতিব হাফেজ কারী মাওলানা মশিউর রহমান।



No comments

Powered by Blogger.