কালীগঞ্জে ৪তলা সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর

স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার কোলা ইউনিয়নের গাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের ৪তলা সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার সকালে গাজীরহাট মাধ্যমিক বিদ্যালয় চত্তরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। গাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ -৪ আসনের সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, কোলা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন মোল্ল্যা, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইসরাইল হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা, কোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি ডাঃ তারেক মোল্লা প্রমূখ। এছাড়াও গাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ এলাকার সূধীজনেরা উপস্থিত ছিলেন।






No comments

Powered by Blogger.