ঝিনাইদহে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে গণহত্যা দিবস উপলক্ষে মাদক বিরোধী সচেতনামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার দুপুরে সদর উপজেলার এম,কে মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আবুবক্কর সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারী পরিচাল আজিজুল, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন প্রমুখ। এসময় বক্তারা, সমাজ থেকে মাদক নির্মূল করতে সকলে এগিয়ে আসার আহ্বান জানান।

No comments

Powered by Blogger.