ঝিনাইদহের মোশাররফ হোসেন ডিগ্রি কলেজে চিত্রশিল্পী আজরফ আল সামীর চিত্রকর্ম উপহার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মোশাররফ হোসেন ডিগ্রি কলেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নরুল ইসলামের ছবি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্ট সম্মান প্রথম বর্ষের ছাত্র আজরফ আল সামী। রোববার চিত্রশিল্পী সামীর পিতা ও কলেজে অধ্যক্ষ সায়েদুল ইসলামের হাতে তার চিত্রকর্ম তুলে দেন। এসময় তা মা আয়েশা আক্তার, কলেজ শিক্ষক চম্পা রানী বিশ্বাস, শাহানা আজম, লতাফত হোসেন, শফিকুল ইসলামসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
No comments