ঝিনাইদহে সপ্তসংঘ পরিবারের স্বারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা
ঝিনাইদহে সপ্তসংঘ পরিবারের স্বারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে সপ্তসংঘ পরিবারের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সপ্তসংঘ পরিবারের আজীবন সদস্য আমিনুর রহমান টুকু, কবি এমদাদ শুভ্র, আরটি কলেজের সহকারি অধ্যাপক সুনীতা শর্মা মন্ডল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সপ্তসংঘ পরিবারের সদস্য রাকিবুল ইসলাম, মারুফ হোসেন, তামান্না, হাসিব ও তানভীর প্রমুখ। এ সময় বক্তারা সপ্তসংঘ পরিবার আগামীদিনে মানবতার সেবায় কাজ করতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
No comments