কালীগঞ্জে গুজব বন্ধে পুলিশের প্রচারাভিযান


বাবুল আক্তার, কালীগঞ্জ॥
ছেলে ধরা সন্দেহে দেশের বিভিন্ন স্থানে অসংখ্য পুরুষ ও মহিলাসহ অনেক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যায় ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ জন সচেতনতা বিশেষ প্রচারাভিযান শুরু করেছে। ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামানের নির্দেশে ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলীর নেতৃত্বে এসআই সমিরন বৈদ্যসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা বিশেষ টিম নিয়ে বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছে। মঙ্গলবার কালীগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়ে মোড়ে লিফলেট বিতরণ শেষে মাইকিং এর মাধ্যমে প্রচারাভিযান করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী জানান, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এমন গুজবকে কেন্দ্র করে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে গণ পিটুনিতে বেশ কয়েকজন নিহতের ঘটনা ঘটেছে। তিনি বলেন, এ ধরণের কোন ঘটনা যদি কালীগঞ্জ থানা এলাকায় কারও নজরে আসে তবে গণপিটুনি অথবা আইন নিজের হাতে তুলে না নিয়ে তাৎক্ষনিকভাবে অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানাকে জানানোর জন্য অনুরোধ করা হল।

No comments

Powered by Blogger.