কোটচাঁদপুরে হাতকড়াসহ ডাকাতি মামলার আসামী পলায়ন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হাতকড়াসহ শহিদ নামে এক ডাকাতি মামলার আসামি পালিয়েছে। এঘটনায় পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাতে শহরের পৌর পুলিশ ফাড়িতে এ ঘটনা ঘটে। এ খবর লেখা পর্যন্ত পুলিশ পলাতক আসামিকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার নবাগত ওসি মাহবুবুল আলম।
স্থানীয় সত্রে জানা যায়, কোটচাঁদপুর থানার সাফদারপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নিরব হোসেন মঙ্গলবার দুপুরে সাফদাপুর রেল বাজার থেকে ডাকাতি মামলার সন্দেহ ভাজন আসামি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বাড়ান্দী গ্রামের মৃত কাশেম আলীর ছেলে শহিদ (৩৮) কে আটক করে। পরে পুলিশ হেফাজতে তাকে কোটচাঁদপুর শহরের পৌর পুলিশ ফাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। কিন্তু আসামি শহিদ জিজ্ঞাসাবাদের আগেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়।
কোটচাঁদপুর থানার নবাগত ওসি মাহবুবুল আলম জানায়, এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
এব্যাপারে কোটচাঁদপুর পৌর পুলিশ ফাড়ি ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মাওলার সাথে মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হাতকড়াসহ শহিদ নামে এক ডাকাতি মামলার আসামি পালিয়েছে। এঘটনায় পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মঙ্গলবার রাতে শহরের পৌর পুলিশ ফাড়িতে এ ঘটনা ঘটে। এ খবর লেখা পর্যন্ত পুলিশ পলাতক আসামিকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার নবাগত ওসি মাহবুবুল আলম।
স্থানীয় সত্রে জানা যায়, কোটচাঁদপুর থানার সাফদারপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নিরব হোসেন মঙ্গলবার দুপুরে সাফদাপুর রেল বাজার থেকে ডাকাতি মামলার সন্দেহ ভাজন আসামি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার বাড়ান্দী গ্রামের মৃত কাশেম আলীর ছেলে শহিদ (৩৮) কে আটক করে। পরে পুলিশ হেফাজতে তাকে কোটচাঁদপুর শহরের পৌর পুলিশ ফাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। কিন্তু আসামি শহিদ জিজ্ঞাসাবাদের আগেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যায়।
কোটচাঁদপুর থানার নবাগত ওসি মাহবুবুল আলম জানায়, এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
এব্যাপারে কোটচাঁদপুর পৌর পুলিশ ফাড়ি ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মাওলার সাথে মোবাইলে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
No comments