ঝিনাইদহে বাসার সানসেড ভেঙ্গে বুকের উপর পড়ে স্কুল ছাত্রের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ শহরের উপশহরপাড়ার একটি বাসার সানসেড ভেঙ্গে বুকের উপর পড়ে সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র আসিফ আহম্মেদ আরজু (১৫) মারা গেছে। বৃহস্পপতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আরজু চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড পাড়ার নেহাল উদ্দীন সোহেলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, সন্ধ্যার দিকে আরজু উপশহরপাড়ায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। স্যারের গেট খুলতে দেরি দেখে আরজু ওই বাসার গেটের উপর লাগানো সানসেডে ঝুলে ব্যায়াম করছিল। এ সময় সানসেড ভেঙ্গে তার বুকের উপর পড়ে। তাকে পাশ্ববর্তী হাসান ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইদহ শহরের উপশহরপাড়ার একটি বাসার সানসেড ভেঙ্গে বুকের উপর পড়ে সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্র আসিফ আহম্মেদ আরজু (১৫) মারা গেছে। বৃহস্পপতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আরজু চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ড পাড়ার নেহাল উদ্দীন সোহেলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, সন্ধ্যার দিকে আরজু উপশহরপাড়ায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায়। স্যারের গেট খুলতে দেরি দেখে আরজু ওই বাসার গেটের উপর লাগানো সানসেডে ঝুলে ব্যায়াম করছিল। এ সময় সানসেড ভেঙ্গে তার বুকের উপর পড়ে। তাকে পাশ্ববর্তী হাসান ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
No comments