কালীগঞ্জে আখের আবাদ ও ফলন বৃদ্ধির জন্য ভতর্িুকি টাকা প্রদান
স্টাফ রিপোর্টার-
আখের আবাদ ও ফলন বৃদ্ধির জন্য প্রতিবছরের ন্যায় এবছরেও ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের আওতাধীন ছয়টি সাব-জোনের প্রান্তিক আখ চাষীদের মাঝে ভর্তুকি টাকা প্রদান করেছে মিল কতৃপক্ষ। শনিবার সকালে মোবারকগঞ্জ সুগার মিল চত্তরে ঝিনাইদহ-৪ আসনের সংসদ আনোয়ারুল আজীম আনার উপস্থিত থেকে এই ভর্তুকির টাকা প্রদান করেন। এই উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিজিএম (সস্প্রসারণ) শফিকুল ইসলাম খান, সুগারমিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, আখ চাষি কল্যাণ সমিতির সভাপতি জহুরুল হক, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মন্টু, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু, আলী হোসেন অপু, নজরুল ইসলাম ছানা, নাছির উদ্দীন ও আখ চাষি শাহাজান আলী শেখ প্রমূখ। মোবারকগঞ্জ চিনিকলের ডিজিএম (সস্প্রসারণ) শফিকুল ইসলাম খান জানান, ২০১৮-১৯ আখ রোপন মৌসুমে ৪ হাজার ১’শত ৪১ জন আখ চাষির মধ্যে ৫১ লক্ষ ৬৬ হাজার ৫’শত ১১ টাকা ভতর্িুকি প্রদান করা হয়। এবছরে সর্বনি¤œ ২০০ ও সর্বউচ্চ ৫৪ হাজার টাকা পর্য়ন্ত ভতর্িুকি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এবছরে আখ রোপনের লক্ষ মাত্রা ১০ হাজার ৫০০ হেক্টর নির্ধারন করা হয়েছে।
No comments