ঝিনাইদহে নারী উদ্যোক্তাদের সাথে ব্যাংকারদের মত বিনিময় সভা অনুষ্ঠিত


ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে নারী উদ্যোক্তাদের সাথে ব্যাংকারদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পূবালী ব্যাংক লিমিটেড ঝিনাইদহ শাখার আয়োজনে শহরের এইড কমপ্লেক্স সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পূবালী ব্যাংক লিমিটেড ঝিনাইদহ শাখার সহকারী-মহাব্যবস্থাপক কাজী সিহাবুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন খান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার উপ-মহাব্যবস্থাপক, আমজাদ হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার উপ-পরিচালক মুনতাসির মামুন এবং মহলিা বিষায়ক অধিদপ্তরের উপ-পরিচারক নিলুফার রহমান। এছাড়া মতবিনিময় সভায় ঝিনাইদহ অঞ্চলে ব্যাংকের ২০টি শাখার ব্যাংক কর্মকর্তা ও স্থানীয় ৬০ নারী উদ্যোক্তারা অংশগ্রহন করেন।
এ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীর অংশগ্রহন ও অর্থনৈতিক কর্মকান্ডে নারীদের সম্পৃক্ত করতে ব্যাংকের ভূমিকা রয়েছে। তাই ব্যবসা-বানিজ্য ও ব্যাংকিং সেবায় নারীদেরকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ করেন বক্তারা।
এছাড়া নারী উদ্যোক্তাদের মাঝে আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি ও মৎস্য পুরস্কার প্রাপ্ত লাভলী ইয়াসমিন, শামীম আরা দীপা, মমতাজ বেগম, কবিতা চক্রবর্তীসহ আরো অনেকে।

No comments

Powered by Blogger.