নিজে নিরাপদ থাকি, অপরকে নিরাপদে রাখি’ ইবি ছাত্রলীগ
‘বিপ্লব খন্দকার, ইবি-
ডেঙ্গু সচেতনতায় ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণসহ ক্লাসে ক্যাম্পেইন করেছে শাখা ছাত্রলীগ। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে শাখার সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে এই কার্যক্রম শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা।
জানা যায়, ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের সচেতন করতে এই ক্যাম্পেইন শুরু করে ছাত্রলীগ। ক্যাম্পেইনের অংশ হিসাবে বিশ^বিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে সচেতনমূলক লিফলেট বিতরণ করে তারা। সেই সাথে অনুষদের বিভিন্ন বিভাগে গিয়ে শিক্ষার্থীদের সামনে ডেঙ্গু প্রতিরোধের করণীয় বিষয়সমূহ তুলে ধরেণ তারা। এসময় শাখার সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে সংগঠনের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এবিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, এডিস মশার যে প্রাদুর্ভাব তা সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের সচেতন করতে আমরা এই ক্লাস ক্যাম্পেইন শুরু করেছি। সেই সাথে সচেতনমূলক এই ক্লাস ক্যাম্পেইন ক্যাম্পাসে অব্যহত থাকবে।
No comments