শাটল ট্রেন’ চায় ইবি শিক্ষার্থীরা


বিপ্লব খন্দকার, ইবি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে অভিনন্দন জানিয়েছেন গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতি। এসময় ছাত্রলীগের মাধ্যমে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট বহুল প্রতিক্ষিত চাওয়া ‘শাটল ট্রেন’ চালুর দাবিসহ ৫ দফা দাবি জানায় তারা। শনিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের টেন্ডে স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ দাবি জানানো হয়।
অন্যান্য দাবির মধ্যে প্রতিটি হলে ‘বঙ্গবন্ধু কর্ণার’ প্রতিষ্ঠার পাশাপাশি রিডিং রুমের মান উন্নয়ন করা, ক্যাম্পাসে মাদক সরবরাহ বন্ধ নিশ্চিকরণসহ মাদকমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা করা, হলের খাবারের মান উন্নয়ন এবং রান্নার সাস্থ্যকর পরিবেশ সু-নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা অন্যতম। স্মারকলিপিতে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে দাবিসমূহ দ্রুত কার্যকর করার জোর দাবি জানায় তারা।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক আল কাওছার, অর্থ সম্পাদক রাজু মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মমিনুল ইসলাম. সুমন, রাসেল, আবিরসহ অর্ধশতাধিক শিক্ষার্থী।

No comments

Powered by Blogger.