কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ


স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মুল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনি অনুষ্টান অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলা চত্তর হলরুমে এই অনুষ্টান অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পদাক আশরাফুল আলম আশরাফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম , ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রমূখ।
অনুষ্টান শেষে ৪ জন সফল মৎস্য চাষী ছাড়াও ‘মৎস্য সেক্টরের বাংলাদেশ’ বিষয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে পুরস্কিত করা হয়।

No comments

Powered by Blogger.