ঝিনাইদহে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে ৩ ফার্মেসীকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ভ্রাম্যমাণ বাজার তদারকীর অভিযানে ৩ ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে শহরের চাকলাপাড়া ও আরাপপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। এসময় সহযোগি ছিলেন ঝিনাইদহ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর শংকর নন্দী।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, চাকলাপাড়ায় স্কয়ার ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে ফার্মেসী মালিক মোসলেম উদ্দিনকে ১১ হাজার, শেফা ফার্মেসীর মালিক মুরাদ হোসেনকে ২ হাজার ও আরাপপুর খান ফার্মেসীর মালিক মাহিন খানকে ৪ হাজার সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ বাজার তদারকীর এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

No comments

Powered by Blogger.