ঝিনাইদহর শৈলকুপায় বজ্রপাতে পিতা-পুত্র নিহত, আহত ৩


ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে পিতা-পুত্র নিহত সহ ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হল, পাবনা জেলার চাটমোহর উপজেলার বাসিন্দা নুর ইসলাম (৬৫) ও ছেলে খাইরুল ইসলাম (৩৫)। এসময় চাটমোহর উপজেলার নিজাম উদ্দিন এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামের দামি মালিথা ও সাব্বির আহমেদ আহত হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরের পরে উপজেলার আনন্দনগর গ্রামের মাঠে ধান ক্ষেতে কাজ করছিল তারা। পরে বিকাল ৪ টার দিকে হালকা বৃষ্টির সাথে বজ্রপাত হলে গুরুতর আহত হয় নুর ইসলাম ও খাইরুল ইসলাম। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। আহত অপর তিনজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, বিকালে তারা ওই গ্রামে ক্ষেতে ধানের চারা লাগাচ্ছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যায় ।

No comments

Powered by Blogger.