কালীগঞ্জে ভেকু গাড়ী উল্টে চালক নিহত
বাবুল আক্তার ,কালীগঞ্জ (ঝিনাইদহ)॥
ঝিনাইদহের কালীগঞ্জে মাটি কাটা ভেকু গাড়ী ট্রাকে উঠাতে গিয়ে উল্টে চাপা পড়ে রায়হান (২৫) নামে এক ভেকু চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার বকেরগাছী গ্রামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত রায়হান যশোরের খাজুরা বাজারে আব্দুর রাজ্জাকের পুত্র।
বকেরগাছী গ্রামের স্থানীয়রা জানায়, প্রায় ১ মাস আগে মাটি কাটতে খাজুরা বাজারের রায়হান একটি ভেকু গাড়ী নিয়ে বকেরগাছী গ্রামে আসে। কাজ শেষে শুক্রবার বিকালে তার ভেকু গাড়িটি নিয়ে যাওয়ার উদ্দেশে একটি ট্রাকে তুলছিল। এ সময় অসাবধানতবশত ভেকুটি উল্টে পড়ে চালক রায়হান নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুচ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
No comments