কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১॥ আহত ২
স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের কালীগঞ্জে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় অপু (২১)নামের এক মটরসাইকেল আরোহী নিহত ও দুই জন আহত হয়েছে। সোমবার বিকাল ৬টায় ঢাকা-খুলনা মহাসড়কের খয়েরতলা কোল্ডস্টোরেজের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত অপু উপজেলা হেলাই গ্রামের নজরুল ইসলামের ছেলে , আহত মোহেদী হাসান একই গ্রামের আবদুল মান্নানের ছেলে ও আহত সুজন একই গ্রামের জীবন বিশ্বাসের ছেলে । মারাত্বক আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দুজনকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কালীগঞ্জ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রতক্ষদর্শিরা জানায়, সোমবার বিকালে ঝিনাইদহ থেকে পুলিশ নিয়োগ পরীক্ষা শেষে একটি মোটরসাইকেলে অপু ও তার দু’সহযোগী কালীগঞ্জ বাড়ি ফিরছিল। ঢাকা-খুলনা মহাসড়কের খয়েরতলা কো-স্টোরেজের সামনে এসে পৌঁছালে বৃষ্টি পরবর্তী পিচ্ছিল সড়কে ছিটকে পড়ে। এসময় পিছন থেকে দ্রুতগামী একটি ট্রাক(যশোর-ট-১১-৩৩৫৩) তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই অপু নামের এক যুবক নিহত হয়। এঘটনায় পুলিশ ট্রাকটি আটক করেছে।
No comments