ঝিনাইদহে বাড়ছে ডেঙ্গু জ্বরে রোগীর সংখ্যা


ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলার সদর হাসপাতালে ভর্তি হয়েছে ৫ জন রোগী। এ পর্যন্ত হাসপাতালে মোট ২১ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা: মোকাররম হোসেন জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে এ পর্যন্ত যেসকল রোগী ভর্তি হয়েছেন তার বেশির ভাগ রোগী ঢাকা থেকে আক্রান্ত বা ঢাকা থেকে ঘুরে আসার পর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদেরকে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা দেয়া হচ্ছে। ভর্তিকৃত ৫ জন বাদে অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ঝিনাইদহে ডেঙ্গু জ্বরে যাতে কেউ আক্রান্ত না হতে পারে এ ব্যাপারে প্রতিনিয়ত সর্তকতা বার্তা বিভিন্ন মাধ্যমে দিয়ে যাচ্ছে জেলার স্বাস্থ্য বিভাগ। এছাড়াও রোগীদেরকে আতংকিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

No comments

Powered by Blogger.