ঝিনাইদহ সদর পৌর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর পৌর যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে কাজী জাহিদ হাসান দিপুকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল মামুন, রাম সরকারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার কেন্দ্রীয় যুবলীগের কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ ওমর ফারুক চৌধুরী,সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও দপ্তর সম্পাদক আনিচুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, ঝিনাইদহ পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুবলীগ নেতা বাছের আলম সিদ্দিকী, কমিশনার তোফাজ্জেল হোসেনসহ অন্যান্যরা। ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলনের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শত-শত মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে মধুপুর চৌরাস্তা থেকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। নবগঠিত এই কমিটিকে স্বাগত জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
No comments