ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে রোগীর স্বজনের স্বর্ণের চেইন ছিনতাই
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে এক রোগীর স্বজনের স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সকালে সাড়ে ৯ টার দিকে হাসপাতালের ২য় তলার মহিলা মেডিসিন ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবারে জানান, গত রোববার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতলে ভর্তি হয় শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের পলান বিশ্বাসের মেয়ে শিমু খাতুন। বুধবার সকালে তার শ্বাশুড়ী ডালিম বেগম তাকে দেখতে আসেন। সকাল সাড়ে ৯ টার দিকে ওয়ার্ডে চিকিৎসক রাউন্ড দিতে গেলে রোগীর স্বজনদের বাইরে অপেক্ষা করতে হয়। এসময় ছিনতাইকারীরা ডালিম বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, চেইন ছিনতাইয়ের ঘটনায় কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে এক রোগীর স্বজনের স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সকালে সাড়ে ৯ টার দিকে হাসপাতালের ২য় তলার মহিলা মেডিসিন ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবারে জানান, গত রোববার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতলে ভর্তি হয় শৈলকুপা উপজেলার শাহবাজপুর গ্রামের পলান বিশ্বাসের মেয়ে শিমু খাতুন। বুধবার সকালে তার শ্বাশুড়ী ডালিম বেগম তাকে দেখতে আসেন। সকাল সাড়ে ৯ টার দিকে ওয়ার্ডে চিকিৎসক রাউন্ড দিতে গেলে রোগীর স্বজনদের বাইরে অপেক্ষা করতে হয়। এসময় ছিনতাইকারীরা ডালিম বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, চেইন ছিনতাইয়ের ঘটনায় কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
No comments