ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি-
“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুশীল অর্থনীতির অগ্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত। ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার আলফাজ উদ্দিন শেখ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুজ্জামান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ার। এর আগে বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
No comments