ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠি হয়েছে। শনিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে শিশুকে ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা: রাশেদা সুলতানা। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাৎ আহম্মেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৫’শ ৩ জন ও ১২ মাস থেকে ৬৯ মাস বয়সী এক লাখ ৯৬ হাজার ৬’শ ৫১ জন শিশুকে ভিটামির এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এ জন্য জেলার ৬টি উপজেলা ও ৪টি পৌরসভা এলাকায় ১৮’শ ৭১টি কেন্দ্র খোলা হয়েছে। এ কাজে ৩ হাজার ৭’শ ৪২ জন স্বেচ্ছাসেবী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৪’শ ৯৪ জন মাঠকর্মী সহায়তা করেছেন।
No comments