কালীগঞ্জে “বীজ উৎপাদন ও সংরক্ষণ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
এম শাহজাহান আলী সাজু -
পানি সাশ্রয়ী কার্যকারী কৃষি অনুশীলন প্রকল্পের আওতায় “বীজ উৎপাদন ও সংরক্ষণ” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে সংগঠনের ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শেয়ার দ্যা প্লানেট এ্যাসোসিয়েশনের সহযোগিতায় কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ও নিয়ামতপুর ইউনিয়নের ২৫জন কৃষককে এ প্রশিক্ষণ দেওয়া হয়। এ উপলক্ষে সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জাকির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সোনার বাংলার ডঊঅচ প্রকল্পের সমন্বয়কারী তোফায়েল আহম্মেদ, ফিল্ড অর্গানাইজার শাহাজাহান আলী সাজু, রনি বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভা শেষে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল করিম, যশোর জেলা বীজ প্রত্যয়ন অফিসার পরেশ চন্দ্র রায়, সোনার বাংলার নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকদের মাঝে বীজ সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ করা হয়।
No comments