কোটচাঁদপুরে জমজমাট ঈদের বাজার।
রোকনুজ্জামান,কোটচাঁদপুর থেকে:// ঈদ মানে আনন্দ ঈদ মানে নতুন পোশাক। পবিত্র মাহে রমজান এর প্রায় শেষে এসে ঝিনাদহের কোটচাঁদপুরে সব দোকানীরা এখন চরম বেচাকেনায় ব্যাস্ত সময় পার করছেন। ঈদ যত ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে ছেলে-বুড়ো, নারী, পুরুষসহ সব বয়সীদের।দোকানগুলোতে হরেক ধরনের রং-বেরঙের বাহারী ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। পছন্দের পণ্য ক্রয় করতে আগতরা এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন। আর এবারের ঈদে প্যান্ট, শার্ট, ফতুয়া, থ্রী-পিস, শাড়ীসহ সব ধরনের পোশাকেরও সরবরাহ বিপুল।
ব্যবসায়ীরা জানান, প্রতি ঈদের মত এবারের ঈদেও কোটচাঁদপুরে মার্কেটগুলোতে প্রচুর পোশাকের সমারহ ঘটেছে। বড় বড় দোকানগুলোতে কোটি কোটি টাকার পণ্য উঠানো হয়েছে। শো-রুম গুলোতে বিপুল অংকের অর্থ বিনিয়োগ করা হয়েছে লাভের আশায়। কিছু পোশাকের দাম বেশি হলেও সহনীয় পর্যায়ে রয়েছে অন্যন্য পোশাকের দাম। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বেচা-বিক্রি বাড়ছে। তবে সামনের দিনগুলোতে বিক্রি আরো বাড়বে বলে জানান বিক্রেতারা। বাঙালীর নতুন পোশাক ছারা যেন কোন প্রকার ঈদের আনন্দো জমেয় না ।তাইতো ছোট বড় সবাই মিলে দোকান গুলতে ভির জমাচ্ছে তাদের পছন্দ মতো কাপড় কি। কোটচাঁদপুর বাজারে গিয়ে দেখা যাই প্রায় সকাল ৯ টার সময় বেলা বাড়ার সাথে সাথে সব দোকান গুলতে ভির জমেছে। চলছে একেবারে ইফতারের পূর্ব পর্যন্ত।আবার সন্ধা থেকে চলছে রাত ১১ টা পর্যন্ত। দেখা যাই কেউ কাপড় কিনে চলে যাচ্ছে কসমেটিকের দোকানে আবার কেউ চলে যাচ্ছে জুতার দোকানে ।ঈদেন দিন যতই ঘনিয়ে আসছে ততোই বাড়ছে দোকান গুলতে ভির। কয়েক জনা ত্রেতার সাথে কথা বলে জানা যাই সব কিছুর দাম এবার একটু বেশি। তারা আরো বলেন তবে দাম বেশি হলেও নিজের পছন্দ মতো জিনিস নিতে পারছি বেশি একটা ঘোরা লাগছে না। ঈদের দিন যতো ঘনিয়ে আসছে কেনা কাটার ভির ততোই বাড়ছে ।
ব্যবসায়ীরা জানান, প্রতি ঈদের মত এবারের ঈদেও কোটচাঁদপুরে মার্কেটগুলোতে প্রচুর পোশাকের সমারহ ঘটেছে। বড় বড় দোকানগুলোতে কোটি কোটি টাকার পণ্য উঠানো হয়েছে। শো-রুম গুলোতে বিপুল অংকের অর্থ বিনিয়োগ করা হয়েছে লাভের আশায়। কিছু পোশাকের দাম বেশি হলেও সহনীয় পর্যায়ে রয়েছে অন্যন্য পোশাকের দাম। ঈদ যত ঘনিয়ে আসছে ততই বেচা-বিক্রি বাড়ছে। তবে সামনের দিনগুলোতে বিক্রি আরো বাড়বে বলে জানান বিক্রেতারা। বাঙালীর নতুন পোশাক ছারা যেন কোন প্রকার ঈদের আনন্দো জমেয় না ।তাইতো ছোট বড় সবাই মিলে দোকান গুলতে ভির জমাচ্ছে তাদের পছন্দ মতো কাপড় কি। কোটচাঁদপুর বাজারে গিয়ে দেখা যাই প্রায় সকাল ৯ টার সময় বেলা বাড়ার সাথে সাথে সব দোকান গুলতে ভির জমেছে। চলছে একেবারে ইফতারের পূর্ব পর্যন্ত।আবার সন্ধা থেকে চলছে রাত ১১ টা পর্যন্ত। দেখা যাই কেউ কাপড় কিনে চলে যাচ্ছে কসমেটিকের দোকানে আবার কেউ চলে যাচ্ছে জুতার দোকানে ।ঈদেন দিন যতই ঘনিয়ে আসছে ততোই বাড়ছে দোকান গুলতে ভির। কয়েক জনা ত্রেতার সাথে কথা বলে জানা যাই সব কিছুর দাম এবার একটু বেশি। তারা আরো বলেন তবে দাম বেশি হলেও নিজের পছন্দ মতো জিনিস নিতে পারছি বেশি একটা ঘোরা লাগছে না। ঈদের দিন যতো ঘনিয়ে আসছে কেনা কাটার ভির ততোই বাড়ছে ।
No comments