জেল হলো ট্রেন হকারের রাজনীতিবিদদের কণ্ঠ নকল করায়
চিত্রা নিউজ অনলাইন ডেস্ক:ট্রেনে খেলনা বিক্রি করার সময় রাজনীতিবিদদের গলা নকল করতেন অভদেশ দুবে নামে একজন হকার। শেষ পর্যন্ত জেলে যেতে হলো তাকে।ঘটনাটি ঘটেছে ভারতের সুরাতে।
খেলনা বিক্রেতার নাম অভদেশ দুবে। সুরাত স্টেশন থেকে তাকে গ্রেফতার করেছে আরপিএফ।
তাঁকে ১০ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে।
খেলনা বিক্রেতা অভদেশ দুবে'র ভিডিও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে। সেই ভিডিওয় তাঁকে রাজনীতিবিদদের গলা নকল করতে দেখা গিয়েছে।
আরপিএফ-এর এক আধিকারি জানিয়েছেন, ‘‘শুক্রবার অভদেশ দুবেকে ধরা হয়েছে সুরাত রেলস্টেশন থেকে।'' রেলওয়ে অ্যাক্ট ১৯৮৯-এর অন্তর্গত বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আরপিএফ এক স্থানীয় আদালতে শনিবার তাঁকে তোলা হয়।
তাঁকে ১০ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে ৩৫০০ টাকা জরিমানা ধার্য করেছে।
খেলনা বিক্রেতার নাম অভদেশ দুবে। সুরাত স্টেশন থেকে তাকে গ্রেফতার করেছে আরপিএফ।
তাঁকে ১০ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে।
খেলনা বিক্রেতা অভদেশ দুবে'র ভিডিও সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছে। সেই ভিডিওয় তাঁকে রাজনীতিবিদদের গলা নকল করতে দেখা গিয়েছে।
আরপিএফ-এর এক আধিকারি জানিয়েছেন, ‘‘শুক্রবার অভদেশ দুবেকে ধরা হয়েছে সুরাত রেলস্টেশন থেকে।'' রেলওয়ে অ্যাক্ট ১৯৮৯-এর অন্তর্গত বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আরপিএফ এক স্থানীয় আদালতে শনিবার তাঁকে তোলা হয়।
তাঁকে ১০ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে ৩৫০০ টাকা জরিমানা ধার্য করেছে।
No comments