রিফাত হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি-
বরগুনায় রিফাত শরীফকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও খুনিদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার দুপরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সাংস্কৃতিক, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন, বিহঙ্গের সাধারণ সম্পাদক শাহীনুল আলম লিটন, ঝংকার শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক শান্ত জোয়ার্দ্দার, জাগরণ সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টু, ঝিনেদা থিয়েটারের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, উদিচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, কিন্ডারগার্ডেন সাংস্কৃতিক একাডেমির সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম সদর থানা শাখার সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম দিদার, অংকুর নাট্য একাডেমির ইসাহাক আলী, দর্পনের সাধারণ সম্পাদক অমিয় মজুমদার অপু প্রমুখ। বক্তারা, রিফাত হত্যার সকল খুনিদের গ্রেফতার করে আইন এর আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান।

No comments

Powered by Blogger.