৩০ ভাগ পদোন্নতির দাবিতে কালীগঞ্জে কর্মচারি মাঠ প্রশাসন নেতৃবৃন্দের মানববন্ধন
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ ভুমি মাঠ প্রশাসন (রাজস্ব) ১৬-২০ গ্রেড এ ৩০% পদোন্নতির দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা করেছে ঝিনাইদহ জেলার বাংলাদেশ কর্মচারি মাঠ প্রশাসন (রাজস্ব) ১৬ থেকে ২০ গ্রেডের ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, মাঠ প্রশাসন ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি মেজবাউল আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক অপূর্ব কুমার রায়, পলাশ কুমার ঘোষ, কানিজ ফাতিমা প্রমুখ। এছাড়া মানববন্ধনে জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ ৩০% পদোন্নতির দাবিতে এ মানববন্ধন করে। তাদের দাবি বাস্তবায়ন না করা হলে পর্যায়ে ক্রমে সারাদেশে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানানো হয়।
No comments