শৈলকুপায় দেশীয় অস্ত্রসহ ২ জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাঙ্গুটিয়া গ্রাম থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ২ জন আটক করেছে পুলিশ। শনিবার ভোর রাতে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হলো-ওই গ্রামের ওসমান শেখের ছেলে আশরাফুল ইসলাম (৩০) ও হোসেন শেখের ছেলে শওকত আলী (৩২)।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, উপজেলার গাঙ্গুটিয়া গ্রামে দু’দল গ্রামবাসি আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে এবং দেশীয় অস্ত্র যোগাড় করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ১৪টি ঢাল, ৮টি সড়কি ও ৬ টি রামদা উদ্ধার করা হয়। আটক করা হয় আশরাফুল ও শওকত আলীকে। শৈলকুপা উপজেলায়র বিভিন্ন গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ থামাতে অস্ত্র উদ্ধার অভিযান চলবে বলেও জানান তিনি।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাঙ্গুটিয়া গ্রাম থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ২ জন আটক করেছে পুলিশ। শনিবার ভোর রাতে এসব অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হলো-ওই গ্রামের ওসমান শেখের ছেলে আশরাফুল ইসলাম (৩০) ও হোসেন শেখের ছেলে শওকত আলী (৩২)।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, উপজেলার গাঙ্গুটিয়া গ্রামে দু’দল গ্রামবাসি আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে এবং দেশীয় অস্ত্র যোগাড় করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ১৪টি ঢাল, ৮টি সড়কি ও ৬ টি রামদা উদ্ধার করা হয়। আটক করা হয় আশরাফুল ও শওকত আলীকে। শৈলকুপা উপজেলায়র বিভিন্ন গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ থামাতে অস্ত্র উদ্ধার অভিযান চলবে বলেও জানান তিনি।
No comments