ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন মামলার ৫ আসামি আট
স্টাফ রিপোর্টার -
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন মামলার ৫ আসামিকে আটক করেছে। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এদের মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও একজন অন্য মামলার আসামি রয়েছে। কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানাগেছে, আদালতের ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামিরা পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত হচেছ, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মাহতাব শেখের ছেলে সিরাজুল ইসলাম (৩০), নতুন বাজার ব্রীকফিল্ড এলাকার আব্দুল রাজ্জাক মোল্ল্যার ছেলে সুমন (২২), ফয়লা হাসপাতাল পাড়ার ফরিদ উদ্দীনের ছেলে নাইমূল হক নাঈম (২৩), বলিদাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মুজিবর রহমান (২৮), এছাড়া অন্য একটি মামলায় ফয়লা গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাকিব হাসান রকি (২১) নামের এক যুবককে আটক করে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ ও অন্য মামলার একজনসহ ৫ জন কে আটক করেছে। এরা দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
No comments