শৈলকুপা দলিল লেখক সমিতির সভাপতি গাঁজাসহ আটক
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপা দলিল লেখক সমিতির সভাপতি নান্নু মোল্লা গাঁজাসহ আটক হয়েছে। বুধবার সকালে বিজুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর তাকে আটক করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক আজিজুল হক জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজুলিয়া গ্রামে অভিযান চালিয়ে নান্নু মোল্লাকে গাঁজাসহ আটক করা হয়েছে। শৈলকুপা থানায় হস্তান্তর করত তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে, মামলা নং-৯, তাং-১২/০৬/১৯। তিনি দীর্ঘদিন যাবৎ শৈলকুপায় অবৈধ দলিল লেখক সমিতির একটি সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও অবৈধ এ সমিতিকে টিকিয়ে রেখে লাখ লাখ টাকা হাতাতে তিনি সন্ত্রাসী তৈরী করেছেন। তাছাড়া মাদকসেবীদের সাথে তার দীর্ঘদিন ধরে সখ্যতা রয়েছে বলে জানা গেছে। দলিল লেখক সমিতি থেকে উপার্জিত অর্থের একাংশ তিনি মাদকসেবীদের পেছনে খরচ করেন বলে জানা গেছে।
No comments