ঝিনাইদহের কালীগঞ্জে বিভিন্ন মামলার ৫ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোটার:
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হচ্ছে, বড় ঘিঘাটি গ্রামের সোহরাব হোসেনের ছেলে সোহাগ (৩২), শিবনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে খন্দকার বিপ্লব উদ্দীন (৩৬), খয়েরতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে সাজ্জাদুর রহমান ইমন (২৩), দুলালমুন্দিয়া গ্রামের মৃত আবুল মোল্ল্যার ছেলে তুহিন (৩২) ও বাকুলিয়া গ্রামের শফি ড্রাইভারের ছেলে শাহিন ড্রাইভার ( ২৮)
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, গ্রেপ্তারকৃত ৫ ব্যক্তি বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করেছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।



No comments

Powered by Blogger.