কালীগঞ্জে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার
স্টাফ রিপোটার:
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করেছে। রোববার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, কালীগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৫২), চাপালী গ্রামের আব্দুল লতিফের ছেলে শাহাবুদ্দীন (২৮) ও নরেন্দ্রপুর গ্রামের সিরাজ মল্লিকের ছেলে শাহাবুদ্দীন মল্লিক (৩৪)। এদের মধ্যে শাহাবুদ্দীন একটি মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে আদালত কর্তৃক ওয়ারেন্ট রয়েছে। এদের মধ্যে শাহাবুদ্দীন মল্লিক এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাদের গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
No comments