ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী এলাকায় ট্রাকের ধাক্কায় জামিরুল ইসলাম (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই ইমরুল ইসলাম (২৮) গুরুতর আহত হয়েছেন ।
শুক্রবার বিকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে । নিহত জামিরুল ইসলাম মাগুরা জেলার শালিখা উপজেলার ভূলবাড়ী গ্রামের আমজাদ মুন্সির ছেলে ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জামিরুল ও তার ভাই ইমরুল মোটর সাইকেল যোগে ঝিনাইদহ থেকে মাগুরা যাচ্ছিলেন। পথে পোড়াহাটি এইড অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জামিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন তার ভাই ইমরুল। পরে স্থানীয়রা আহত ইমরুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী এলাকায় ট্রাকের ধাক্কায় জামিরুল ইসলাম (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই ইমরুল ইসলাম (২৮) গুরুতর আহত হয়েছেন ।
শুক্রবার বিকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে । নিহত জামিরুল ইসলাম মাগুরা জেলার শালিখা উপজেলার ভূলবাড়ী গ্রামের আমজাদ মুন্সির ছেলে ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, জামিরুল ও তার ভাই ইমরুল মোটর সাইকেল যোগে ঝিনাইদহ থেকে মাগুরা যাচ্ছিলেন। পথে পোড়াহাটি এইড অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জামিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন তার ভাই ইমরুল। পরে স্থানীয়রা আহত ইমরুলকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।
No comments