কালীগঞ্জে জামায়াত নেতা আলহাজ্ব হায়দার আলীর বিশ্বাসের মৃত্যু
স্টাফ রিপোর্টার :
অন্তিম শয়ানে শায়িত হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়ান জামায়াতের সেক্রেটারী আলহাজ্ব হায়দার আলীর বিশ্বাস (৬৫)। শনিবার বাদ আসর জানাজা শেষে হুদা রাড়ীপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব হায়দার আলীর বিশ্বাস হুদা রাড়ীপাড়া গ্রামে নিজস্ব বাড়িতে ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। শনিবার সকালে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। এসময় তাকে দ্রুত হাসপাতালে নেয়ার প্রস্তুতি কালে হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।তিনি স্ত্রী, তিন ছেলে, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। জানাজা নামাজে ইমামতি করেন তার ছোট ছেলে মাওলানা টিপু সুলতান। জানাজা নামাজ পূর্ব মরহুমহায়দার আলীর বিশ্বাসের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন ঝিনাইদহ -৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদশ্য আনোয়রুল আজীম আনার,কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ,কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাও.ওলিয়ার রহমান,নায়েবে আমীর মাওলানা আবু তালেব, সাবেক পৌর মেয়র মাহবুবার রহমান,৮নং মালিয়াট ইউনিয়ান চেয়ারম্যান একরামুল হক সংগ্রাম সহ অনেকে। জানাজার নামাজে মানুষের ঢল নামে।
মরহুমের মৃত্যুতে ঝিনাইদহ জেলা জামায়াত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক জানিয়েছে।
No comments