কালীগঞ্জে নন্দন সমাজ কল্যান সংস্থার কার্যক্রমের শুভ উদ্বোধন
ঝিনাইদহের কালীগঞ্জে নন্দন সমাজ কল্যান সংস্থার কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার নিমতলাস্থ অফিস কার্যালয়ে সংস্থাটির কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলার সমাজ সেবা অফিসার মমিনুর রহমান।
সংস্থাটির সভাপতি হাসেম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসার মমিনুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.শাহজাহান আলী সাজু, সেক্রেটারী গোলাম রসুল প্রমূখ। অনুষ্ঠানে সাংবাদিক এনামূল হক সিদ্দীকসহ সংস্থাটির সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এম এ সাইদের সঞ্চালনায় শুরুতে সংস্থাটির কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সংস্থাটির সেক্রেটারী শাহ আলম সিদ্দিক।
No comments