কালীগঞ্জে পুষ্টি সমন্বয় কমিটির দিনব্যাপী কর্মশালা

স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কর্মপরিধি বিষয়ক দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এএসএম আতিকুজ্জামান কোলা ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন মোল্ল্যা, রায়গ্রাম ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু, নিয়ামতপুর ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কার, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।
এছাড়া কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।






No comments

Powered by Blogger.