ঝিনাইদহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা শিশু একাডেমীর আয়োজনে শনিবার সকালে শিশু একাডেমী মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, নৃত্য প্রশিক্ষক দোল আফরোজ, সংগীত শিল্পী আব্দুল গাফফার। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে কবিতা আবৃতি, নৃত্য ও নজরুল সংগীত পরিবেশন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী ২ টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে।
No comments