কালীগঞ্জে সাংবাদিক কামাল হোসেনের স্মরণে প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, সমাজের কথা পত্রিকার বারবাজার প্রতিনিধি, ও সিনিয়র সাংবাদিক কামাল হোসেনের স্মরণে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার পূর্বে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসান জাকিরের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, সদস্য মনজুরুল আহসান লিতু, কালাম গাজী, শাকিল আর সালাম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহাজাহান আলী সাজু, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রেসক্লাব কালীগঞ্জের সভাপতি জাকারিয়া হোসেন, সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক স্মরজিৎ কুমার মন্ডল, ভুগোল বিভাগের প্রভাষক আব্দুল হাই, মান্দারবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামারুজ্জামান, যশোর সেবা সংঘ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনসহ বিভিন্ন সামাজিক নেতৃবুন্দ, সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিক কামাল হোসেনের বিদেহী আত্মার মাগফিতার কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব শহিদুল ইসলাম।



No comments

Powered by Blogger.