ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রমজানের ১৭ তম দিনে শহরের হামদহ চেম্বার ভবনের রাহুল স্মৃতি অডিটরিয়ামে এ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ঝিনাইদহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, ক্যাডেট কলেজের অধ্যক্ষ প্রফেসর আতিকুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জজ কোর্টের পিপি এ্যাড. ইসমাইল হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানুসহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ। ইফতারের পুর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। পরে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
No comments