হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের ভবন নির্মাণ কাজের উদ্বোধন
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের জোড়াপুকুরিয়া বৃদ্ধা আশ্রম ও পুর্ণবাসন কেন্দ্রের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, ফলসি ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান, জোড়াদহ ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা পলাশ, চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, জাইকা প্রতিনিধি কামরুন্নাহার, বৃদ্ধাশ্রমের স্বত্তাধীকারী ইসমত আরা বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জাইকার সাহায্যে এ ভবন নির্মানে ব্যায় ধরা হয়েছে ২২ লাখ ২২ হাজার টাকা। এলজিইডির বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় থাকবে হরিণাকুন্ডু উপজেলা প্রশাসন। এতে রয়েছে ৪ টি কক্ষ, রান্নাঘর, ডাইনিং কিচেন। ৩য় তলা ভিত্তিপ্রস্তরসহ ১ম তলার নির্মান কাজ চলতি বছরের ৪ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন ঠিকাদার।
No comments