কালীগঞ্জে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাসান কালু (৩০) কে গ্রেপ্তার করেছে। সে আড়পাড়া (নদীপাড়া) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সোমবার সকালে থানার এএসআই মাসুদ রানা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, হাসান কালু একটি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। আদালত রায় ঘোষণার পর থেকে সে পালিয়ে ছিল। সোমবার সকালে গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে ১৮ গ্রাম গাজাসহ মন্টু হোসেন (৪৮) ও মোশারফ হোসেন (৪৫) নামের দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ। মন্টু হেলাই মোল্ল্যাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে ও মোশারফ বলিদাপাড়া গ্রামের বদর উদ্দীনের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, আদালত একটি মামলায় হাসান কালু কে দুই বছরের সাজা প্রদান করে। সে দীর্ঘদিন পালিয়ে ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে। অপরদিকে ১৮ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাসান কালু (৩০) কে গ্রেপ্তার করেছে। সে আড়পাড়া (নদীপাড়া) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সোমবার সকালে থানার এএসআই মাসুদ রানা নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন।
থানা পুলিশ সূত্রে জানাগেছে, হাসান কালু একটি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। আদালত রায় ঘোষণার পর থেকে সে পালিয়ে ছিল। সোমবার সকালে গোপন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে ১৮ গ্রাম গাজাসহ মন্টু হোসেন (৪৮) ও মোশারফ হোসেন (৪৫) নামের দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ। মন্টু হেলাই মোল্ল্যাপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে ও মোশারফ বলিদাপাড়া গ্রামের বদর উদ্দীনের ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, আদালত একটি মামলায় হাসান কালু কে দুই বছরের সাজা প্রদান করে। সে দীর্ঘদিন পালিয়ে ছিল। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে। অপরদিকে ১৮ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে।
No comments