কালীগঞ্জে চিশতী হুজুর আর নেই


ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের কালীগঞ্জের ইসলাম প্রচারক আলহাজ্ব কাজী মঈন উদ্দীন চিশতী সাহেব আর নেই(ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। বুধবার শহরের কাঁঠাল বাগানস্থ নিজ বাসায় রাত ১টার সময় তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি  ৪ ছেলে ও ৪ মেয়েসহ  অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। বেলা ২টার সময় সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। পরে শহরের ঢাকালে পাড়াস্থ বায়তুস সালাম মসজিদ গোরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুম চিশতী সাহেব দীর্ঘ ৪০ বছর সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সুনামের সাথে ধর্মীয় শিক্ষক হিসেবে শিক্ষকতা করেন। তিনি দীর্ঘকাল কালীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও কেন্দ্রীয় ঈদগাহের ইমামতির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া তিনি কালীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন অঞ্চলের মানুষের মাঝে ইসলাম প্রচার করায় তিনি মানুষের মাঝে চিশতী হুজুর নামে পরিচিত ছিলেন।  পারিবারিক সূত্রে জানা যায় চিশতী সাহেব বার্ধক্য জনিত অসুস্থ্যতার কারণে মৃত্যুবরণ করেছেন। গত কয়েক দিন যাবৎ তিনি খুব বেশি অসুস্থ্য হয়ে পড়েন এবং কথাবার্তা বন্ধ হয়ে যায়। বুধবার রাত ১টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার সন্তান শিক্ষক নুরুন্নবী সবার কাছে তার বাবার জন্য রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।

No comments

Powered by Blogger.