দুর্যোগ মোকাবেলায় জনগণের পাশে থাকবেন সাংসদ আনোয়ারুল আজীম আনার
স্টাফ রিপোর্টার :
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার যে কোনো দু:সময়ে জনগণের পাশে দাড়ান তিনি। এবারও ব্যত্যয় ঘটেনি ঘূর্ণিঝড় ফণীর আঘাত থেকে নিজ এলাকার মানুষর পাশে দাড়াতে । শুক্রবার সকালে তার সংসদীয় এলাকায় মটরসাইকেল নিজে চালিয়ে জনগনের কাছে ফণী সম্পর্কে বুঝান সেই সাথে সর্তক থাকার নির্দেশ দেন।‘ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য আঘাত হানার বিষয়ে উল্লেখ করেন।
এসময় এমপি আনার তার এলাকার জনগণের উদ্দেশে বলেন, ঘুর্নিঝড় থেকে রক্ষার জন্য প্রতিবন্ধী-শিশু-গর্ভবতী মহিলাদের জরুরি আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ করছে।সেই সাথে অসহায় জনগনের পাশে থাকার কথা বলেন।
No comments