কালীগঞ্জে ইভটিজিং এর প্রতিবাদ করায় হাসপাতালে
স্টাফ রিপোর্টর :
ঝিনাইদহের কালীগঞ্জে ইভটিজিং এর প্রতিবাদ করায় বখাটেদের হাতে গুরুতর জখম হয়েছেন জাহাঙ্গীর হোসেন (৩০) নামের এক ব্যাক্তি। শুক্রবার সকালে ঝিনাইদহ কালীগঞ্জের বড়তালিয়ান গ্রামে বখাটে সাদ্দাম হোসেনসহ তার সহযোগিদের অস্ত্রের আঘাতে সে গুরুতর জখম হন। আহত জহাঙ্গীরকে কালীগঞ্জ হাসপাতলে ভর্তি করা হয়েছে।
হাসপাতলে চিকিৎসাধীন জাহাঙ্গীর জানায়, তার ছোট ভাই আলমগীর হোসেনের স্ত্রীকে প্রায়ই এলাকার কতিপয় বখাটেরা উতক্ত্য করত। ঘটনার দিন বৃহস্পতিাবর বাজারে যাওয়ার পথে একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন সহ তার সহযোগিরা ছোট ভাই বউকে নানাভাবে উতপ্ত করে। মেয়েটি বাড়িতে ফিরে এসে তার স্বামী কে বিষয়টি খুলে বলে। পরদিন শুক্রবার সকাল ৯ টার দিকে জাহাঙ্গীর ও আলমগীর দুই ভাই ঘটনাটি জানতে বখাটে সাদ্দাম হোসেনের বাড়িতে যায়। তাকে বাড়িতে না পেয়ে ফিরে আসার পথে লুৎফর রহমানের দোকানে সাদ্দামকে দেখতে পায়। এ সময় তার ছোট ভাইয়ের বউকে উত্তক্ত্য করার বিষয়টি জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে বখাটে সাদ্দাম সহ তার সহযোগিরা লোহার রড ও চাইনিচ কুড়াল দিয়ে জাহাঙ্গীরকে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে ।
কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, ইভটিজিং ও মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আসামীদের কে ধরার চেষ্টা চলছে।
ঝিনাইদহের কালীগঞ্জে ইভটিজিং এর প্রতিবাদ করায় বখাটেদের হাতে গুরুতর জখম হয়েছেন জাহাঙ্গীর হোসেন (৩০) নামের এক ব্যাক্তি। শুক্রবার সকালে ঝিনাইদহ কালীগঞ্জের বড়তালিয়ান গ্রামে বখাটে সাদ্দাম হোসেনসহ তার সহযোগিদের অস্ত্রের আঘাতে সে গুরুতর জখম হন। আহত জহাঙ্গীরকে কালীগঞ্জ হাসপাতলে ভর্তি করা হয়েছে।
হাসপাতলে চিকিৎসাধীন জাহাঙ্গীর জানায়, তার ছোট ভাই আলমগীর হোসেনের স্ত্রীকে প্রায়ই এলাকার কতিপয় বখাটেরা উতক্ত্য করত। ঘটনার দিন বৃহস্পতিাবর বাজারে যাওয়ার পথে একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন সহ তার সহযোগিরা ছোট ভাই বউকে নানাভাবে উতপ্ত করে। মেয়েটি বাড়িতে ফিরে এসে তার স্বামী কে বিষয়টি খুলে বলে। পরদিন শুক্রবার সকাল ৯ টার দিকে জাহাঙ্গীর ও আলমগীর দুই ভাই ঘটনাটি জানতে বখাটে সাদ্দাম হোসেনের বাড়িতে যায়। তাকে বাড়িতে না পেয়ে ফিরে আসার পথে লুৎফর রহমানের দোকানে সাদ্দামকে দেখতে পায়। এ সময় তার ছোট ভাইয়ের বউকে উত্তক্ত্য করার বিষয়টি জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে বখাটে সাদ্দাম সহ তার সহযোগিরা লোহার রড ও চাইনিচ কুড়াল দিয়ে জাহাঙ্গীরকে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেছে ।
কালীগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী জানান, ইভটিজিং ও মারপিটের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আসামীদের কে ধরার চেষ্টা চলছে।
No comments