ঝিনাইদহে মাইক্রোবাসের ধাক্কায় ২ জন নিহত
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকায় মাইক্রো বাসের ধাক্কায় তাসলিমা খাতুন স্কুল ছাত্রী (১৪) ও ইমামুল হোসেন (২০) নামে দুই জন নিহত হয়েছেন।
বুধবার সকালে ঝিনাইদহ-মাগুরা-মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের আবুল কাশেমের মেয়ে তাসলিমা খাতুন ও একই উপজেলার ঘোড়ামারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইমামুল হোসেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রো বাস ঝিনাইদহের দিকে আসছিল। পথি মধ্যে ঝিনাইদহের পোড়াহাটি নামক এলাকায় পৌঁছালে মাইক্রো বাসের সামনের চাকা বাস্ট হয়ে প্রথমে ৮ম শ্রেণী পড়–য়া তাসলিমা খাতুন ও পরে বাইসাইকেল আরোহি ইমামুল হোসেনকে ধাক্কা দিলে দুজন গুরুতর আহত হন। পরে মাইক্রো বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই দুই জনকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পুলিশ মাইক্রোবাসি আটক করেছে।
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকায় মাইক্রো বাসের ধাক্কায় তাসলিমা খাতুন স্কুল ছাত্রী (১৪) ও ইমামুল হোসেন (২০) নামে দুই জন নিহত হয়েছেন।
বুধবার সকালে ঝিনাইদহ-মাগুরা-মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের আবুল কাশেমের মেয়ে তাসলিমা খাতুন ও একই উপজেলার ঘোড়ামারা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ইমামুল হোসেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রো বাস ঝিনাইদহের দিকে আসছিল। পথি মধ্যে ঝিনাইদহের পোড়াহাটি নামক এলাকায় পৌঁছালে মাইক্রো বাসের সামনের চাকা বাস্ট হয়ে প্রথমে ৮ম শ্রেণী পড়–য়া তাসলিমা খাতুন ও পরে বাইসাইকেল আরোহি ইমামুল হোসেনকে ধাক্কা দিলে দুজন গুরুতর আহত হন। পরে মাইক্রো বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ওই দুই জনকে মৃত ঘোষণা করেন। এঘটনায় পুলিশ মাইক্রোবাসি আটক করেছে।
No comments