হরিণাকুন্ডুতে এক কৃষকের মৃতদেহ উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুন্ডুর চরপাড়া গ্রাম থেকে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নিজ বাড়ির ঘরের বারান্দা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত জয়নুদ্দিন মালিথা (৬০) ওই গ্রামের মৃত সবেদ আলী মালিথার ছেলে।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জয়নুদ্দিন প্রতিদিনের মতো গতরাতেও নিজ ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়ে। সোমবার ভোররাতে তার স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীকে ডাকতে গেলে তার কোন সারা না পেয়ে চিৎকার করে। এসময় বাড়ির পাশের লোকজন ছুটে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা খবর দিলে সকাল ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছে তার মৃতদেহ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃতদেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত শেষে তার মৃত্যুর কারন জানা যাবে বলেও পুলিশ জানান। এ ঘটনায় নিহতের স্ত্রী আবেদা বেগমকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

No comments

Powered by Blogger.