ঝিনাইদহের কালীগঞ্জে জমজ দুই ভাই সড়ক দূর্ঘটনায় নিহত ।


স্টাফ রিপোর্টার :ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্টার আর সান (১০) নামের জমজ দু’ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে তারা খুলনার আড়ংঘাটা উপজেলার বড়ইতলা নামক স্থানে মোটর সাইকেল- প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়। তারা খুলনা রেলওয়ে পুলিশের এ.এস আই খুরশিদ আলমের ছেলে। বাবার চাকুরীর সুবাদে তাদের পরিবার খুলনায় বসবাস করতো।
শনিবার দুপুরে দু’ভায়ের মরদেহ গ্রামের বাড়ি ঝিনাইদহ কালীগঞ্জের আগমুন্দিয়াতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ সময় স্বজনদের আহাজারিতে বাতাস ভারি হয়ে ওঠে।

নিতহতদের চাঁচাঁ উজ্জল হোসেন জানান, শুক্রবার দুপুরে স্টার আর সান প্রতিবেশি ওমর ফারুক হৃদয়ের মোটর সাইকেলে করে বাসায় ফিরছিল।
তারা খুলনা নগরীর আড়ংঘাটা থানাধীন বড়ইতলা ঘাটের কাছে আসলে সামনে থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে  হৃদয় ও স্টার নিহত হয়। আর সানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। শনিবার দুপুরে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments

Powered by Blogger.